গতকাল (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে গান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। কোটি ভক্তকে শোকে ভাসিয়ে রাতে আকস্মিকভাবে মারা যান তিনি।
মৃত্যুর আগে কেকে’র গানের সমালোচনা করেছিলেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। একটি ভিডিওতে কেকে’কে সেখানে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
কিন্তু কেকে’র আকস্মিক মুত্যর পর থেকেই এ নিয়ে রাগ, কুৎসা ও কটাক্ষের শিকার হচ্ছিলেন রূপঙ্কর। এবার পেলেন খুনের হুমকি। সে অভিযোগ নিয়েই এবার পুলিশের দ্বারস্থ রূপঙ্কর বাগচী ও তার স্ত্রী চৈতালী লাহিড়ী।
স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্বের শুটিং চলছে। তাতে অংশ নিচ্ছেন তারকা-দম্পতি। বুধবার সেই শুটেই গিয়েছিলেন দু’জনে। মাঝপথে সেখান থেকেই সোজা থানায় যান চৈতালী।
চৈতালী বলেন, ‘‘আমাকে ঠিক থাকতেই হবে এই পরিস্থিতিতে। এক নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটা। তারা বলেছেন, ব্যবস্থা নেবেন।’’