কুয়েতে নিষিদ্ধ অজয়-সিদ্ধার্থের ‘থ্যাঙ্ক গড’

গেল ৯ সেপ্টেম্বর ‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে অজয় ও সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি। এরইমধ্যেই সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগই অভিযোগে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা।

ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেলারেই হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।

‘থ্যাঙ্ক গড’-এ চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব করেন। এমন ব্যক্তিত্বের মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ এই আইনজীবীর।

ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিদ্ধার্থ প্রথমবার অজয় দেবগনের সঙ্গে এই সিনেমায় কাজ করলেন। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং।

এর আগে ‘দে দে প্যায়ার দে’ সিনেমায় অজয়ের নায়িকা হয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারে তিনি সিদ্ধার্থের সঙ্গিনী। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy