“কুকুরের মাংসকে খাসির বলে বিক্রির অভিযোগ”-চাঞ্চল্যকর ঘটনা বাংলায়

হাটের দিনে কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এই ঘটনায় রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পান বাড়ি গ্ৰাম পঞ্চায়েতে সুদীপ রায় নামের এক ব্যক্তিকে গ্ৰেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক হাট বসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পান বাড়ির অঞ্চলে। ওই হাটে নিজের পোষা কুকুরকে কেটে খাসির মাংস বলে বিক্রি করছিল সুদীপ। আকার-আকৃতি দেখে কয়েকজনের সন্দেহ হয়। কেটে রাখা মাংসের পাশে কুকুরের একটি চামড়া পড়ে থাকতে দেখা যায়। ফলে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে।

সঙ্গে সঙ্গেই মাংস বিক্রেতা সুদীপকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে ওই দোকানে তল্লাশি চালানো হয়। সে সময় দোকানে রাখা একটি ব্যাগের থেকে কুকুরের দেহাংশ পাওয়া যায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই কুকুরটি নিয়ে সব সময় তাকে ঘোরাঘুরি করতে দেখা যেত। কিন্তু নিজের পোষা কুকুরকেই মেরে কেটে খাসির মাংস বলে বিক্রি করেছে সুদীপ।

হাটের ব্যবসায়ী সংগঠনের সম্পাদক দীগেন্দ্র নাথ বলেন, কুকুরটি কখনও কাছ ছাড়া করতেন না সুদিপ। অমানবিক এই কাজের জন্য তার কঠোর শাস্তি হওয়া দরকার।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুদীপকে আটক করে থানায় নিয়ে গেছে। ময়নাগুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল ঘোষ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তাদের নির্দেশ মতোই কাজ করা হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy