“কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে”-নতুন সিনেমা নিয়ে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলী

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি তাঁর নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর অভিনেতাদের নাম ঘোষণা করেছেন। এই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। এটি সৃজিত ও শুভশ্রীর প্রথম যৌথ কাজ। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন মাসে।

বিনোদিনী নিয়ে তুলনা

শুভশ্রীকে বিনোদিনীর ভূমিকায় ঘোষণার পর থেকেই নেটিজেনরা রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রের সঙ্গে তুলনা শুরু করেছেন। এ বিষয়ে এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমি যদি সব তুলনায় কান দিই, তবে কাজ করব কখন? কাজটাই আমার কাছে সব। আমি শুধু বলব, বিনোদিনী বনাম বিনোদিনী তুলনা এখন বন্ধ হোক।”

তিনি আরও যোগ করেন, “রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। ও নিশ্চয়ই মন দিয়ে কাজ করেছে। আমি এখনও ওর কাজ দেখিনি, কিন্তু একজন শিল্পী হিসেবে আমি অন্য শিল্পীকে সম্মান করি। এবার এই তুলনা থামানো হোক।”

সৃজিতের সঙ্গে প্রথম কাজ

শুভশ্রী জানান, সৃজিতের সঙ্গে এর আগে কয়েকবার কাজের কথা হলেও তা সম্ভব হয়নি। তিনি বলেন, “‘চতুষ্কোণ’-এ কাজ করার কথা ছিল, হয়নি। ‘দশম অবতার’-এও কথা হয়েছিল, কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে আমরা একসঙ্গে কাজ করছি, এটাই দারুণ ব্যাপার।”

প্রস্তুতি ও প্রত্যাশা

নিজেকে চরিত্রের জন্য প্রস্তুত করতে শুভশ্রী কোনও কমতি রাখেন না। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তিনি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সৃজিতের পরিচালনা ও শুভশ্রীর অভিনয়ের এই জুটি কী অফার করে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy