
শখ হয়েছিল কষা পাঠার মাংস খাবেন। কিন্তু স্ত্রী সেই আবদার পূরণ করতে অস্বীকার করতেই রাগে অন্ধ হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্বামী। স্ত্রীর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত স্বামী। নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মাহাবুবাবাদ জেলায়। মৃতার নাম মালোথ কলাবতী (৩৫)। অভিযুক্ত স্বামী এখনও পুলিশের হাতে ধরা পড়েননি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে স্বামী স্ত্রীকে কষা পাঠার মাংস রান্না করার আবদার জানান। কিন্তু স্ত্রী সেই আবদার পূরণ করতে অস্বীকার করেন। তিনি স্বামীকে সরাসরি বলে দেন, তিনি রান্না করতে পারবেন না। এই কথা শুনেই স্বামী রেগে আগুন হয়ে যান। শুরু হয় তর্কাতর্কি। কথায় কথায় হাতাহাতি বেধে যায়।
রাগে অন্ধ হয়ে স্বামী লাঠি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন। স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। এদিকে, প্রতিবেশীরা স্ত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, মালোথ কলাবতী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া স্বামীকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই সম্পর্কে টানাপোড়েন ছিল। তবে এত বড় ঘটনা ঘটবে, তা কেউই ভাবতে পারেননি।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীর দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।
এই ঘটনা গার্হস্থ্য হিংসার ভয়াবহতা আরও একবার সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি।