করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী, এখন কেমন আছেন তিনি? জেনেনিন সর্বশেষ পরিস্থিতি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন করোনায় আক্রান্ত কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী।

রোববার ৭৫ বয়সি এ রাজনীতিককে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণের জন্য তিনি আরও কিছু দিন হাসপাতালে থাকবেন।

২ জুন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়। আগে থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এর আগে অর্থপাচারের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন জারি করে।

তাকে ৮ জুন সংস্থাটির দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি ওই সময় সংস্থাটির কাছে আরও সময় চেয়ে আবেদন করেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy