এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মাধুরী দীক্ষিত

চলতি বছরের শুরুতেই ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’এর মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার ওয়ের ফিল্ম ‘মাজা মা’র মধ্য দিয়ে পর্দায় আসতে চলেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে আগামী ৬ অক্টোবর স্ট্রিমিং হবে এই ওয়েব ফিল্মটি। মাধুরী দীক্ষিত ছাড়াও এই ছবিতে আরও রয়েছেন গজরাজ রাও, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রজিত কাপুর, সিমোন সিং, ঋত্বিক ভৌমিক প্রমুখ।

‘মাজা মা’ একটি পারিবারিক বিনোদন ভিত্তিক ছবি। ঐতিহ্যবাহী উৎসব উদযাপনের পটভূমিতে এবং একটি বর্ণাঢ্য, রঙিন ভারতীয় বিবাহের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। তবে কাহিনীতে কিছুটা ভিন্নতা থাকবে।

ছবিটির প্রযোজনা করেছেন লিও মিডিয়া কালেকটিভ এবং অমৃতপাল সিং বিন্দ্রা এবং পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। গল্পটি লিখেছেন সুমিত বাথেজা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy