উধমপুরে জঙ্গি হামলায় শহিদ বাংলার ঝন্টু আলি শেখ, শোকের ছায়া নদিয়ায়

জম্মু ও কাশ্মীরের উধমপুর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সেনা ও জঙ্গিদের মধ্যে চলা গোলাগুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক বীর জওয়ান। তাঁর নাম ঝন্টু আলি শেখ, যাঁর বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। তিনি ভারতীয় সেনার সিক্স প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন এবং প্রায় ১৪ বছর ধরে দেশের সেবা করছিলেন। কয়েক মাস আগেই তাঁকে জম্মু ও কাশ্মীরে বদলি করা হয়েছিল।

বুধবার উধমপুরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযানে সামনের সারিতে ছিলেন ঝন্টু আলি শেখ। জানা গিয়েছে, দু’পক্ষের তীব্র গোলাগুলির মাঝেই তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় সেনার এই অসমসাহসী জওয়ানের শহিদ হওয়ার খবর তাঁর বাড়িতে পৌঁছতেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবার শোকে মুহ্যমান।

এই দুঃখজনক ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

জম্মুর নাগ্রোটা-স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন ঝন্টু আলি শেখ। এই বাহিনী ‘হোয়াইট নাইট কোর’ নামে পরিচিত। জঙ্গলসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে লড়াইয়ে বিশেষভাবে পারদর্শী ছিলেন বাংলার এই জওয়ান। ‘হোয়াইট নাইট কোর’ এক বার্তায় জানিয়েছে যে, কর্তব্যে অবিচল থেকে তিনি সর্বোচ্চ সাহসের পরিচয় দিয়েছেন এবং দেশের জন্য তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। জানা যাচ্ছে, শহিদ জওয়ানের মরদেহ আগামীকাল, শুক্রবার, বাংলায় ফিরিয়ে আনা হতে পারে।

মাত্র ছত্রিশ বছর বয়সী ঝন্টু আলি শেখ নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন। কৃষিজীবী পরিবারের ছেলে ঝন্টু তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তাঁর বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। ঝন্টু তাঁর স্ত্রী ছাড়াও এক ১২ বছরের পুত্র এবং এক ৮ বছরের কন্যা রেখে গেছেন। পুত্র-কন্যাকে রেখেই দেশের টানে কাশ্মীরে গিয়েছিলেন এই দেশপ্রেমী জওয়ান।

শহিদ ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়েছেন শাসকদলের একাধিক নেতা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটারে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, “সেনা ও জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় কাশ্মীরের উধমপুরে শহিদ হলেন ঝন্টু আলি শেখ। ঈশ্বর তাঁর বীর আত্মাকে শান্তি দিন।” নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা বলেও তিনি উল্লেখ করেছেন।

তৃণমূল নেতা কুণাল ঘোষও সোশ্যাল মিডিয়ায় শহিদ ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়েছেন এবং একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “ধর্ম খুঁজছেন? দেখুন। জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ ভারতীয় সেনা ঝন্টু আলি শেখ। তিনি বাংলার ছেলে। বাড়ি নদিয়ার তেহট্টের পাথরঘাটায়… পাড়ার ছেলের শহিদ হওয়ার খবর আসতেই এলাকায় শোকের ছায়া।” তিনি তাঁর বার্তায় যারা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না বলে মন্তব্য করেন, তাদেরও এক হাত নিয়েছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy