উদ্বেগ বাড়িয়ে স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত দীপিকা, এক ঝলকে অভিনেত্রীর জীবন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর, যিনি ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের দৌলতে ঘরে ঘরে পরিচিতি লাভ করেছিলেন, স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানোর পর থেকেই তাঁর অনুরাগীমহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীপিকার এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে এবং তাঁর দ্বিতীয় বিবাহও খুব বেশিদিনের পুরনো নয়।

কঠিন সময়ের মুখোমুখি দীপিকা:

কিছুদিন আগেই দীপিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তাঁর লিভারে একটি টিউমার ধরা পড়েছে। এরপর আজকের ঘোষণায় তিনি নিশ্চিত করেন যে সেই টিউমারটি ‘ম্যালিগন্যান্ট’ বা ক্যান্সারযুক্ত। এই খবর সামনে আসার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে অসংখ্য বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এই মুহূর্তে দীপিকার পরিবার এবং অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।

বিমান সেবিকা থেকে ছোট পর্দার তারকা: দীপিকার বর্ণময় পথচলা
দীপিকা কক্করের জীবন বরাবরই ছিল এক খোলা বই। কর্মজীবনের শুরুটা অনেকের কাছেই ছিল অজানা। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বিমান সেবিকা। তিন বছর এই পেশায় থাকার সময় থেকেই মুম্বইতে তাঁর বসবাস। বিমান সেবিকা থাকাকালীনই তাঁর আলাপ হয় পাইলট রৌনক স্যামসনের সঙ্গে। প্রেম এবং পরিণামে তাঁদের বিয়ে হয়।

তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। চার বছরের মধ্যেই রৌনকের সঙ্গে দীপিকার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের এক কন্যাসন্তানও ছিল। বিচ্ছেদের পরেই দীপিকা পা রাখেন অভিনয় জগতে। তাঁর প্রথম কাজ ছিল ‘নীল ভরে তেরে নেয়না দেবী’ ধারাবাহিকে একটি ছোট চরিত্রে। এরপর তিনি সুযোগ পান ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’-তে।

‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকই দীপিকাকে পরিচিতি এনে দেয়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলা এই ধারাবাহিকে ‘সিমর’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এই ধারাবাহিকে কাজ করতে গিয়েই তাঁর ঘনিষ্ঠতা বাড়ে সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিম-এর সঙ্গে। প্রথম বিচ্ছেদের পর শোয়েবের সঙ্গে দীপিকার সম্পর্ক আরও গভীর হয়। পরে দীপিকা ধর্ম পরিবর্তন করে শোয়েবকে বিয়ে করেন। বর্তমানে তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, যার নাম রুহান।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy