বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার বিদ্যুৎ কর্মীরা, উত্তেজনা সিউড়িতে
বীরভূমের সিউড়িতে বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে মারধরের শিকার হলেন বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীরা। প্রায় ছয় মাস ধরে বকেয়া বিল আদায় করতে গেলে সিউড়ি ২ ব্লকের গাঙটে বৈদ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে বিদ্যুৎ দফতরের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দফতর সূত্রে খবর, আহত ৫ জন কর্মী একটি ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত। তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গাঙটে বৈদ্যপাড়ার বাসিন্দা যোগু বৈদ্য দীর্ঘদিন ধরে তাঁর পোলট্রি ফার্মের বিদ্যুৎ বিল বকেয়া রেখেছিলেন। সেই বকেয়া বিলের সংযোগ বিচ্ছিন্ন করতে এদিন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মীরা সেখানে গেলে বাধার সম্মুখীন হন। অভিযোগ, যোগু বৈদ্য ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠি দিয়ে কর্মীদের বেধড়ক মারধর করেন।
মারধরের খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ যোগু বৈদ্যকে আটক করেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার জানান, “আহত কর্মীদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগ অনুযায়ী, বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। বর্তমানে আহত কর্মীদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা বকেয়া বিল আদায়ের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।