ইমরানের সঙ্গে ছবির প্রস্তাব, সরাসরি না করেছিলেন ঐশ্বর্য! কিন্তু কেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন ঐশ্বরিয়া রাই। তার সাথে বলিউডের একাধিক সুপারস্টার অভিনয় করলেও ঐশ্বরিয়ার তালিকা থেকে বাদ পড়েছিলেন অনেক নায়ক। আর সেই তালিকায় অন্যতম হলেন বলিউড নায়ক ইমরান হাশমি।

বিয়ের পর থেকেই ঐশ্বরিয়ার অভিনীত সিনেমা সেরকম নেই বলেই চলে। ভক্ত মহলে তার চাহিদা এখনো অটুট আসল কারণ হলো তিনি বিয়ের পর থেকেই বেছে বেছে শিবির কাজ করছেন। ঐশ্বরিয়া এখন সবদিক বিবেচনা করার পরেই ছবির কাজে সম্মতি প্রদান করেন।

সম্প্রতি তিনি প্রস্তাব পেয়েছিলেন বাদশাহ সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করার। কিন্তু ঐশ্বরিয়া সেই প্রস্তাবে সরাসরি না বলে দেন। কিন্তু কেন তিনি সেই সিনেমায় ইমরানের সাথে অভিনয়তের জন্য না বলেছিলেন তা সঠিভাবে না জানা গেলেও আঁচ করা যায় যে সেই সিনেমায় চুমুর দৃশ্যের শর্ত থাকার কারণেই ঐশ্বরিয়া না বলেছিলেন।অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করতে যে সাবলীল ঐশ্বরিয়া তার সাম্প্রতিক উদাহরণ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি। তবে আসল কারণ হলো বেশ পুরোনো।

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে ইমরান হাশমি একবার ঐশ্বরিয়াকে প্লাস্টিকের তৈরির পুতুল বলে তকমা দেয়। শুধু ইমরান নয় সেই সময় একাধিকবার ঐশ্বরিয়াকে রূপ ও বুদ্ধি নিয়ে হতে হয়েছিল সমালোচনার শিকার। কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে ঐশ্বরিয়া নিজের মতো করেই জীবন গুছিয়ে সেখান করছেন অভিষেক বচ্চনের সাথে সুখের সংসার।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy