ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ সেনারা, জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইউক্রেনে সমসরাস্ত্রের একটি গোপন ডিপো রুশ সেনারা ধ্বংস করেছে রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে।

সমরাস্ত্রের সেই ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুল সংখ্যক রকেট, রকেট লাঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং ৫টি লিওপার্ড ট্যাংক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী।

প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে স্বল্পপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনও এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : আরটি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy