ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফেরত পাওয়ার লড়াই না করে বরং শান্তির ওপর নজর দিতে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক ব্রায়ান লাঞ্জা।
সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাস্তব শান্তির চুক্তির প্রস্তাব দেওয়ার ব্যাপারে জোর দেবেন তারা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে অধিগ্রহণ করে রাশিয়া। এর আট বছর পর ২০২২ সালে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা চালায় দেশটি। গত দুই বছরের বেশি সময়ে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হতে পারলে সবার আগে যুদ্ধ এবং যুদ্ধে ব্যবহৃত মার্কিন সহায়তা বন্ধ করবেন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দল বলেছে, ট্রাম্পের এমন অবস্থান ইউক্রেনের জন্য আত্মসমর্পণ করার সামিল। এছাড়া তার এই নীতিতে পুরো ইউরোপ ঝুঁকিতে পড়বে বলেও দাবি তাদের।
গত মাসেই জেলেনস্কি ইউক্রেনের পার্লামেন্টে ‘শান্তি পরিকল্পনা’ নামের একটি প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিনিময়ে তারা কোনো শান্তি চুক্তি করবেন না। তবে নির্বাচনী প্রচারণা চালানো সময় ট্রাম্প কয়েকবার বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কীভাবে এটি সম্ভব করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের তিন শতাধিক সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বেশকিছু যুদ্ধযানও ধ্বংস করেছে বলে দেশটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস বলছে, ইউক্রেনের সেনাবাহিনী কুরস্ক সীমান্তে ৩০০-র বেশি সৈন্য হারিয়েছে। এছাড়া ইউক্রেনের দুটি পদাতিক যুদ্ধ যান, একটি সাঁজোয়া যুদ্ধ যান, ছয়টি মর্টার, দুটি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি মোটর যান ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শনিবার (৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, এই সৈন্য মৃত্যুর পর কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০ হাজার ৮০০ সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮৩৩টি মোটর যান এবং ২৬২টি আর্টিলারি অস্ত্রও ধ্বংস হয়েছে।