আশঙ্কাই সত্যি হতে চলেছে, ইডেনে নয় এবার IPL ফাইনাল, BCCI-এর নজরে এই স্টেডিয়াম

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আশঙ্কাই সত্যি হলো। এবারের আইপিএল (IPL 2025) ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে না। উত্তেজনাপূর্ণ লিগ পর্ব শেষ হওয়ার পর প্লে-অফের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। সূত্র মারফত খবর, আইপিএল ২০২৫ ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি যথাক্রমে ৩ জুন ও ১ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই পরিবর্তন কেবল একটি সূচি বদল নয়, বরং কলকাতাবাসীর জন্য একটি আবেগের ধাক্কা। ইডেন গার্ডেন্স শুধু একটি স্টেডিয়াম নয়, এটি আবেগ, ঐতিহ্য আর ইতিহাসের ধারক। বিশেষ করে যখন কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তখন এ শহরের ক্রীড়ামোদীদের প্রত্যাশা আরও তুঙ্গে ছিল।

সূচির বদল: শুরু কোথায়, শেষ কোথায়?

প্রাথমিক সূচি অনুযায়ী, এবারের আইপিএল ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল ইডেনে, যথাক্রমে ২৫ ও ২৩ মে। কিন্তু ভারত-পাক সীমান্তে উত্তেজনার কারণে মে মাসের মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত হয়। ফলস্বরূপ, নতুন সূচিতে ফাইনালের দিন পিছিয়ে যায় ৩ জুন এবং দ্বিতীয় কোয়ালিফায়ার হয় ১ জুন। এই নতুন তারিখেই সবকিছু ওলটপালট হয়ে যায়।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ৩ জুন কলকাতায় ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই পূর্বাভাস এসেছে আমেরিকার একটি বেসরকারি আবহাওয়া অ্যাপ থেকে, ভারতের সরকারি আবহাওয়া দফতর এখনো কোনো নির্দিষ্ট সতর্কতা দেয়নি।

সিএবি বনাম বিসিসিআই: শেষ পর্যন্ত আহমেদাবাদই বেছে নেওয়া হলো

ফাইনাল সরে যাওয়ার ইঙ্গিত পেয়ে তৎপর হয়ে ওঠে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)। বিসিসিআইয়ের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়, চিঠিপত্র চালাচালি চলে। বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রকাশ্যে আশাবাদী ছিলেন যে, ইডেন থেকেই হবে ফাইনাল। কিন্তু শেষপর্যন্ত আবহাওয়ার কারণ দেখিয়ে আহমেদাবাদকেই ফাইনালের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হলো।

প্লে-অফের নতুন ভেনু:

নতুন সূচি অনুযায়ী:

কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর: ২৯ ও ৩০ মে, মুল্লানপুর, পাঞ্জাব
কোয়ালিফায়ার ২: ১ জুন, আহমেদাবাদ
ফাইনাল: ৩ জুন, আহমেদাবাদ
বেঙ্গালুরু থেকেও ম্যাচ সরে গেল

শুধু কলকাতা নয়, বাদ পড়েছে বেঙ্গালুরুও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি বৃষ্টির কারণে এখন লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। ফলে প্লে-অফের ভেনু বাছাইয়ে আবহাওয়া কতটা গুরুত্ব পাচ্ছে, তা স্পষ্ট।

অতীতের অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রশ্ন

২০২৩ সালের ফাইনালও আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছিল। সেবারও বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে ম্যাচ গড়ায়। ভোর রাত অবধি হাজার হাজার সমর্থক গ্যালারিতে বসেছিলেন। এবারও কি তার পুনরাবৃত্তি হবে? এই প্রশ্ন থেকেই যায়।

তবে সবচেয়ে বড় প্রশ্ন – কলকাতা কি আবহাওয়ার অজুহাতে একপ্রকার ‘বঞ্চিত’ হলো? আইপিএলের নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোমগ্রাউন্ডে ফাইনাল হওয়া উচিত। সেই জায়গায় আবহাওয়ার ‘আশঙ্কা’র ভিত্তিতে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে বিতর্ক এখনো চলছে।

ইডেন থেকে ফাইনাল সরে যাওয়ার খবরে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মন খারাপ। আবেগে ভেসেছে সামাজিক মাধ্যম। তবে ক্রিকেটের মন্দিরে আবার কবে ফিরবে আইপিএলের ফাইনাল, সেই অপেক্ষায় এখন গোটা শহর।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy