আলিয়া আর আমার জীবনেই কমেডি চলছে : রণবীর

বাস্তবে তো বটেই, তাদের জুটি সফল পর্দাতেও। ‘ব্রহ্মাস্ত্র’-র আয়ের অংক অন্তত তেমনই বলছে। এবার সেই আলিয়া ভাট এবং রণবীর কাপুরের রসায়নকে কাজে লাগিয়ে লাভের কড়ি গুনতে চাইছে বলিউড।
‘রমকম’ অর্থাৎ রোম্যান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, এরইমধ্যেই ছবির চুক্তিপত্রে সই করে ফেলেছেন তারা। সপ্তাহখানেক আগেই তাদের ছবি মুক্তি পেয়েছে। এখনো বক্স অফিসে স্বপ্নের উড়ান জারি রেখেছে ‘ব্রহ্মাস্ত্র’। নানা জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছে তারকা-জুটি। এসবের মাঝেই আরো একটি ছবি?

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আমার আর আলিয়ার জীবনে এমনিই কমেডি চলছে। তার জন্য আমাদের একসঙ্গে ছবি করার দরকার নেই।

আলিয়ার কথায়, এই গুঞ্জন আমিও শুনেছি। কিন্তু আমাদের পরের ছবি হবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’। সেটা ছাড়া অয়ন আমাদের অন্য কোনো ছবি করতে দেবে কি না জানি না।

৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া।

দর্শকমহলে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হলেও বক্স অফিসের অংক আশার আলো দেখাচ্ছে। রণবীর এবং আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুনের মত অভিনেতারা। হিসেব বলছে, রোববারের মধ্যে ভারতে ২১২ কোটির ব্যবসা করে ফেলবে ছবিটি।

শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোনদের মতো তারকাদের উপস্থিতি এই ছবিকে ব্যবসার নিরিখে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। সব মিলিয়ে এই ছবিকে সফল বলাই চলে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy