‘আরআরআর’ সাফল্যে ভাসছেন দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা জুনিয়র এনটিআর। বক্স অফিসে সিনেমাটি তুমুল সাড়া ফেলার পর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই সুপারস্টার।
তেলেগু ভাষার বিনোদনভিত্তিক পোর্টাল টলিউড ডটকম এক প্রতিবেদনে দাবি করেছে, ‘আরআরআর’ সাফল্যে প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন জুনিয়র এনটিআর। সে কারণে পরিচালক কোরাতলা শিবার যে সিনেমার কাজ করতে যাচ্ছেন, জুনিয়র সেটির জন্য ৫৫ কোটি রুপি দাবি করেছেন। শুটে অংশ নেবেন মোট ৭০ দিন।
সূত্রের বরাতে গণমাধ্যমটির আরও দাবি, এর আগে ডিভিভি দানাইয়ার ব্যানারে নির্মিত সিনেমায় ভীম চরিত্রে অভিনয়ের জন্য ৪৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন জুনিয়র এনটিআর।
গুঞ্জন আছে, কোরাতলা শিবা ও জুনিয়র এনটিআরের নতুন এই সিনেমায় আলিয়া ভাট অভিনয় করবেন। তবে সূত্রগুলো বলেছে, আলিয়া সিনেমাটি করছেন না।
কোরাতালা শিবা দক্ষিণী সিনেমার সফল বাণিজ্যিক পরিচালক হিসেবে বিবেচিত। তিনি এমন একটি গল্পের চিত্রনাট্য করেছেন, যা সমগ্র ভারতের দর্শকের কাছে আবেদন রাখবে বলে আশা করা হচ্ছে।