ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর গায়ক লিয়াম পায়েনের মৃত্যু ঘিরে ঘনীভূত হয়েছিল রহস্য। মাসখানেক আগে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় লিয়ামের।
শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই পরিস্থিতিতে লিয়ামের পুরোনো একটি টুইট ফিরে এসেছে নেটমাধ্যমে। প্রায় ১৪ বছর আগের সেই টুইটে এক বাক্যে একটি প্রশ্ন করেছিলেন লিয়ামের। নতুন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
লিয়ামের সেই টুইটে লেখা, ‘আমার মৃত্যু হলে, স্মরণসভায় আসবে তুমি?’ এই পরিস্থিতিতে ২০১০ সালের সেই টুইটের মন্তব্যের ঘরে উপচে পড়ছে অনুরাগীদের আবেগ। প্রিয় সংগীত শিল্পীকে সদ্য হারিয়ে ফেলার পরে তার এই একটি বাক্য যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
কেউ কেউ ব্যান্ড ভেঙে যাওয়ার ঘটনাকে জুড়ে দিতে চাইছেন। পুরোনো ওই টুইটের নিচে লিয়ামের শেষকৃত্যের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যান্ডের পুরোনো সদস্যরা এসেছেন। ছবির সঙ্গে লেখা, ‘তারা এসেছিল।’
কেউ লিখেছেন, ‘স্বর্গে শান্তিতে বিশ্রাম নাও তুমি। ওরা প্রত্যেকেই তোমাকে ভালোবাসে।’ এক অনুরাগী লিখেছেন, ‘ছেলেরা এসেছিল কিন্তু এই ঘটনা না দেখতে হলে ভালো হতো।’
ব্যান্ডে থাকাকালীন জ্যান মালিকের সঙ্গে হৃদ্যতা ছিল লিয়ামের। জ্যান একাধিক সাক্ষাৎকারে সে কথা বলেছেন। ২০১৫ সালে তিনিই প্রথম ব্যান্ড থেকে আলাদা হয়ে যান। স্বতন্ত্র ভাবে গানের সফর শুরু করেন।
তারপর আনুষ্ঠানিক ভাবে পুরো ব্যান্ডই ভেঙে যায়। যদিও লিয়ামের সঙ্গে তার বন্ধুত্ব অটুট ছিল। শুধু তাই নয়, লিয়ামের শেষকৃত্য যেন ‘ওয়ান ডিরেকশন’-এর পুনর্মিলন, এমনই মত অনুরাগীদের। জ্যান মালিক, হ্যারি স্টাইল, নিয়াল হোরান এবং লুইস টমলিনসন— পুরোনো বন্ধুর জন্য আরও একবার এক ছাদের তলায় দেখা মিলল ব্যান্ডের প্রাক্তনীদের।