বলিউডের নতুন প্রজন্মের অন্যতম অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি শ্রীদেবীর কন্যা হওয়ায় তাকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। মা-মেয়ের সম্পর্ক থেকে সব কিছুতেই তাদের জানা চাই।
তাই অনুরাগীদের কখনো নিরাশ করেননি জাহ্নবী। তার প্রথম ছবি মুক্তির আগেই হারান মাকে। কিন্তু মায়ের স্মৃতি এখনো তার কাছে তরতাজা। মুম্বাইয়ের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী ডুব দেন মায়ের স্মৃতিতে।
তিনি বলেন, মায়ের সঙ্গে সব বিষয় নিয়েই আলোচনা করতাম। কাজ থেকে বিয়ে, সবকিছু।
এ প্রসঙ্গেই হাসতে হাসতে জাহ্নবী বলেন, আমার পছন্দের উপর মায়ের একদম ভরসা ছিল না। মা বলতেন, আমি খুঁজে দেব তোমার পাত্র। কারণ, আমি না বুঝে খুব সহজেই মানুষকে ভালবেসে ফেলি।
নিজের বিয়ে নিয়ে সব মেয়েদেরই নানা স্বপ্ন থাকে। তেমনই স্বপ্ন দেখেন জাহ্নবীও। তিনি বলেন, কাছের মানুষদের উপস্থিতিতে খুব ঘরোয়াভাবে বিয়ে সারতে চাই।
বিয়েতে কাঞ্জিভরম শাড়ি পরবেন নায়িকা। তিরুপতিতে বিয়ে করার স্বপ্ন এ অভিনেত্রীর।