টেক্সাসের স্কুলে গুলি চালিয়ে ১৯ শিশুসহ ২১ জনের হত্যাকারী সালভাদর রামোসের মা বলেছেন, তাঁর ছেলে কখনই ‘হিংস্র’ ছিল না। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—স্কুলে হামলা চালানোর আগে রামোস তাঁর দিদাকে গুলি করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশে রয়েছেন রামোসের মা অ্যাড্রিনা রেয়েস।
তিনি হাসপাতাল থেকে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেন, ‘আমার ছেলে কখনোই হিংস্র ছিল না। সে যা করেছে, তাতে আমি ভীষণ অবাক হয়েছি।’
ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয়—এমন অভিযোগ অস্বীকার করেন রেয়েস। বলেন, ‘তার সঙ্গে (আমার) সুন্দর সম্পর্ক ছিল। সে নিজের মতো করেই থাকতো। তার খুব বেশি বন্ধু ছিল না।’
৩৯ বছর বয়সি রেয়েস এনবিসি নিউজকে বলেন, ‘সব কিছুর জন্য আমি খুবই মর্মাহত। অনেক কিছু ঘটে গেছে। আমি ভালো বোধ করছি না।’
গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করেন সালভাদর রামোস। এ হত্যাকাণ্ড ঘটানোর কিছুক্ষণ আগে ওই বন্দুকধারী অনলাইনে একটি বার্তা দিয়েছিলেন যে, কিছুক্ষণের মধ্যে তিনি স্কুলটিতে হামলা চালাতে যাচ্ছেন।