আদানি গ্রুপের শেয়ার মূল্যে ভয়াবহ ধস, পতন দেখে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পরই আদানি গ্রুপের বিভিন্ন ইউনিটের শেয়ারের মূল্যে বড় ধরণের ধস নেমেছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিযোগের পর প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি হারিয়েছে গ্রুপটি। গৌতম আদানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ২৩ শতাংশ। তাছাড়া আদানি পোর্ট, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি এনার্জি সলিউশন, আম্বুজা সিমেন্ট, এসিসি ও এনডিটিভির শেয়ারের দাম কমেছে ৯ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার আদানি গ্রুপের ১০টি তালিকাভুক্ত স্টকের মোট বাজার মূল্য ছিল ১৬৯ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার, যা কমে দাঁড়িয়েছে প্রায় ১৪১ বিলিয়ন ডলারে।

বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, আদানি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুসকাণ্ডে জড়িত ও বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুস দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছেন। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy