“অযোগ্যদের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে…!”-চাকরিহারাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা

চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্গে সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিলেন। তিনি বলেন, “অযোগ্যদের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে, তা খতিয়ে দেখব। যদি সত্যি তাঁরা অযোগ্য হন সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। তাঁদের নিয়ে আলাদা করে বৈঠক করব। আগে যোগ্যদের বিষয়টি দেখে নিতে দিন। প্রথমে আমাদের তদন্ত করতে দিন।”

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হওয়া কর্মীদের মধ্যে যোগ্য ও অযোগ্য উভয় ধরনের প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান যে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অযোগ্যদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা প্রমাণ রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। যদি তদন্তে সত্যিই তাঁরা অযোগ্য প্রমাণিত হন, তবে সরকারের কিছু বলার থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তবে, মুখ্যমন্ত্রী একইসঙ্গে জানান যে, আপাতত যোগ্য প্রার্থীদের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁদের আইনি লড়াই এবং কর্মস্থলে প্রত্যাবর্তনের প্রক্রিয়া আগে খতিয়ে দেখা হবে। এরপর অযোগ্য প্রার্থীদের বিষয় নিয়ে আলাদা করে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে এই বিষয়ে তদন্ত করার জন্য সময় দেওয়ার অনুরোধ করেন।

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। একদিকে যেমন তিনি যোগ্য প্রার্থীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তেমনই অযোগ্য প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও রাখছেন। তবে, তদন্ত প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হবে এবং অযোগ্য প্রার্থীদের নিয়ে সরকার কী পদক্ষেপ নেবে, সেদিকেই এখন নজর থাকবে সকলের।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy