News

অমিতাভের পা স্পর্শ করতেই বুকে আগলালেন রজনীকান্তকে, দেখেনিন ভাইরাল ভিডিয়ো

12 জুলাই অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড বিয়ে। যা দেখেছে গোটা দেশ। সেই বিয়েতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু তারকা উপস্থিত ছিলেন। বিয়ের পরের দিন, অর্থাৎ 13ই জুলাই, Jio ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং দক্ষিণের সুপারস্টার থালাইভা রজনীকান্ত সহ দেশ ও বিশ্বের সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে অংশ নেন। ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই প্রবীণ অভিনেতার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

73 বছর বয়সী রজনীকান্ত অমিতাভ বচ্চনকে দেখার সাথে সাথে তিনি এগিয়ে এসে তাঁর পা স্পর্শ করতে শুরু করেন। কিন্তু, বিগ বি তৎক্ষণাৎ তাদের থামিয়ে দিয়ে থালাইভাকে জড়িয়ে ধরেন। দুজনেই হাত নেড়ে শুভেচ্ছা জানালেন। বহু ছবিতে একসঙ্গে কাজ করা এই দুই প্রবীণ অভিনেতার এই ভিডিওটি সকল ভক্তদের মন জয় করেছে।

৩২ বছর আগে একসঙ্গে কাজ করেছেন,চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি ৩২ বছর আগে ‘হাম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

Exit mobile version