অভিষেক পোড়েল থেকে মহম্মদ শামি, আসন্ন আইপিএলে বাংলার মুখের তালিকা

আইপিএলে বাঙালি ক্রিকেটারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়—এই কথাটি এখন অতীত। বিগত কয়েক বছরে বাংলার ক্রিকেটাররা আইপিএলে নিজেদের জায়গা করে নিয়েছেন। এবারের আইপিএল নিলামেও বাংলার মুখ উজ্জ্বল করেছেন পাঁচ ক্রিকেটার। অভিষেক পোড়েল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ—এই পাঁচজন এবার আইপিএলে বাংলার প্রতিনিধিত্ব করবেন।

চন্দননগরের অভিষেক পোড়েল এবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। গত মরশুমে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অভিষেক দিল্লি দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। এবার দলে কেএল রাহুল থাকায় অভিষেক দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন। দিল্লি ক্যাপিটালস অভিষেককে আগেই রিটেন করে নিয়েছিল।

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি এবার গুজরাত টাইটান্সের পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। গুজরাত শামিকে রিটেন না করায় অনেকেই চমকে গিয়েছিলেন। তবে নিলামে সানরাইজার্স ১০ কোটি টাকায় শামিকে কিনে নেয়। শামির মতোই আরেক পেসার আকাশ দীপকে ৮ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল আকাশ দীপের জন্য নিলামে সক্রিয় অংশগ্রহণ করে।

দিল্লি ক্যাপিটালস এবার মুকেশ কুমারকে ধরে রাখতে নিলাম রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করেছে। নিলামে প্রথমে মুকেশকে ৬ কোটি টাকায় পেয়ে যায় পাঞ্জাব কিংস। কিন্তু দিল্লি আরটিএম ব্যবহার করে মুকেশকে ৮ কোটি টাকায় দলে ভেড়ায়।

এছাড়াও, লখনউ সুপার জায়ান্টস ২ কোটি ৪০ লক্ষ টাকায় বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে কিনে নিয়েছে। শাহবাজের জন্য লখনউ দর হাঁকালে অন্য কোনো দল প্রতিদ্বন্দ্বিতা করেনি।

এবারের আইপিএল নিলামে বাংলার হয়ে মোট ১৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। এর মধ্যে ৫ জন দল পেয়েছেন। অভিষেক পোড়েল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ—এই পাঁচজন বাংলার মুখ উজ্জ্বল করবেন আসন্ন আইপিএলে।

বিগত কয়েক বছরে বাংলার ক্রিকেটাররা আইপিএলে নিজেদের জায়গা করে নিয়েছেন। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শাহবাজ আহমেদের পাশাপাশি এবার অভিষেক পোড়েল, আকাশ দীপ এবং মুকেশ কুমারও বাংলার প্রতিনিধিত্ব করবেন। বাংলার ক্রিকেটারদের এই সাফল্য রাজ্যের ক্রিকেট প্রেমীদের জন্য গর্বের বিষয়। আসন্ন আইপিএলে বাংলার এই পাঁচ ক্রিকেটারের পারফরম্যান্স সবার নজর থাকবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy