
রাজ্য সরকার এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল। এবার স্মার্ট ক্লাস চালু হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। ইতিমধ্যেই কলকাতা-সহ বেশ কয়েকটি পুরসভা এলাকায় প্রাথমিক স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। এবার সেই ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে গ্রামবাংলার প্রান্তিক স্তর পর্যন্ত নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরাও এবার থেকে আধুনিক শিক্ষার স্বাদ পাবে।
এই স্মার্ট ক্লাসের মাধ্যমে শিশুদের শিক্ষায় আগ্রহী করে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিভি, আধুনিক ডিসপ্লে বোর্ড, শিক্ষামূলক অনুষ্ঠান, খেলার সামগ্রী থাকবে। এর ফলে শিক্ষার প্রতি শিশুদের আকর্ষণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করা হচ্ছে। বিদ্যুতের বিল পরিশোধ করবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত। ফলে পরিকাঠামোগত দিক থেকেও এই কেন্দ্রগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে।
এই বিষয়ে কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন,”শিক্ষার ভিত সুদৃঢ় করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। মার্চ মাসেই প্রথম ধাপে কিছু কেন্দ্রের উন্নয়ন হবে, পরে ধাপে ধাপে অন্য কেন্দ্রগুলিতেও কাজ হবে।”
এই উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রায় ৩০ হাজার টাকা করে ব্যয় করা হবে বলে নবান্ন সূত্রে খবর।
শিক্ষাবিদদের মতে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্মার্ট ক্লাস চালুর ফলে শিশুরা শিক্ষার প্রতি আরও আগ্রহী হবে। অভিভাবকরাও যদি দেখেন যে শিশুরা আনন্দের সঙ্গে শিখছে, তাহলে তারা আরও বেশি করে সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত হবেন।
রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, এই উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার মানোন্নয়নই করবে না, বরং স্কুলছুট কমাতে বড় ভূমিকা নেবে।