
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে দিঘার নবনির্মিত জগন্নাথ ধামের দরজা। অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকে এই মন্দির খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই এখানে দর্শনার্থীদের বিপুল ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দির খুলে দেওয়ার মাত্র ১৪ দিনের মধ্যেই প্রণামীতে জমা পড়েছে বিপুল অঙ্কের টাকা, যা শুনলে অনেকেই চমকে যাবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার এই নবনির্মিত জগন্নাথ ধামের দায়িত্ব ইতিমধ্যেই ইসকনের (ISKCON) হাতে তুলে দিয়েছেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে সাধারণ মানুষের জন্য এর দরজা খুলে দেওয়া হয়েছে।
মন্দির খুলে যাওয়ার পর থেকেই এখানে প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং তীর্থযাত্রীর সমাগম হচ্ছে। গত মঙ্গলবার ইসকনের পক্ষ থেকে মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়। সেখানেই উঠে আসে প্রায় দশ লক্ষ টাকা জমার চিত্র।
আগামী মঙ্গলবার আবার মন্দিরের প্রণামী বাক্স খোলা হবে। ভক্তদের সমাগম যেভাবে বাড়ছে, তাতে এই অঙ্কটা আরও বাড়বে বলেই আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। দিঘার এই নতুন জগন্নাথ ধাম যে অল্প দিনেই ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিপুল সাড়া ফেলেছে, এই প্রণামীর অঙ্ক তারই ইঙ্গিত দিচ্ছে।