শনিবার রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে ভারতে চার বছরে আট কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। মহারাষ্ট্রে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে এই প্রতিবেদনটি বেকারত্ব সম্পর্কে জাল খবর ছড়ানো লোকদের চুপ করে দিয়েছে। রবিবার এই দাবির বিরোধিতা করতে মঞ্চে আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেছেন যে মোদি মহারাষ্ট্রে দাঁড়িয়ে মিথ্যার জাল বুনেছেন।
প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রে বলেছিলেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট কর্মসংস্থান নিয়ে ফেক নিউজ ছড়ানো লোকেদের মুখ বন্ধ করে দিয়েছে। ভুয়ো তথ্য ছড়ানো এই লোকগুলো বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং দেশের উন্নয়নের শত্রু। তাদের সব নীতিই যুব-বিরোধী, কর্মসংস্থান আটকে দেওয়ার ফন্দি। লোকে তাদের ফেক নিউজ বিশ্বাস করেনি বলেই সত্যিটা সামনে চলে আসছে।’
আর এর পাল্টা জবাব প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে বলেন ” ‘মিস্টার নরেন্দ্র মোদী, গতকাল মুম্বইয়ে আপনি তো কর্মসংস্থান নিয়ে মিথ্যের জাল বুনেছেন। আপনাকে মনে করিয়ে দিতে চাই—ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA) ঘোষণার সময়ে কী বলেছিলেন! ২০২০-এর অগস্টে আপনি বলেছিলেন— NRA কোটি কোটি যুবকের কাজের সুযোগ তৈরি করবে। এই জেনারেল এলিজেবিলিটি টেস্ট চালু হলে একাধিক পরীক্ষা নেওয়ার প্রয়োজন কমবে, সময় ও অর্থ বাঁচবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনটি প্রশ্ন ছুড়ে দিয়ে খাড়গে বলেন, ‘চার বছরে NRA কেন একটাও পরীক্ষা নিল না? NRA-এর জন্য ১,৫১৭ কোটি টাকার ফান্ড নির্ধারিত থাকলেও কেন মাত্র ৫৮ কোটি টাকা খরচ হলো? সরকারি চাকরিতে নিয়োগের জন্য NRA তৈরি হয়েছিল। সেটাকে কি ইচ্ছাকৃত ভাবে নিষ্ক্রিয় করে রাখা হলো— তপসিলি জাতি, উপজাতি, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণের অধিকার ছিনিয়ে নিতে?’
তাঁর অভিযোগ, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরীক্ষায় কারচুপি করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে। NRA একটা পরীক্ষাও নেয়নি। বিজেপি-আরএসএস পুরো শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। যুবসমাজের ভবিষ্যৎকে নষ্ট করেছে। আমরা এর আগেও NRA প্রসঙ্গ তুলেছিলাম, কিন্তু মোদী সরকার নীরব থাকা ছাড়া কিচ্ছু করেনি।’