সম্প্রতি অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত এক বিশেষ পোস্ট করে সকলের নজর কেড়েছেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “মাঝে মাঝে জীবনের সেই ২০ সেকেন্ডটা খুব দরকার হয়ে পড়ে”। এই সংক্ষিপ্ত বাক্যটি নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।
এই পোস্টের সঙ্গে যুক্ত করে অনেকেই অনুমান করছেন যে, নীলাঞ্জনা এবং তাঁর স্বামী যিশু সেনগুপ্তের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। এর আগেও নীলাঞ্জনা নিজের নাম থেকে সেনগুপ্ত সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল যা এই জল্পনাকে আরও জোরদার করেছে। তবে দুজনেই এখনও পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি।
নীলাঞ্জনা আবারও তার সাত বছর আগের একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছিলেন, “জানেন, মাঝে মাঝে জীবনে সেই ২০ সেকেন্ডের প্রয়োজন,সেই সাহসী ২০ সেকেন্ড। আমি কথা দিচ্ছি কিছু একটা ভাল হবেই হবে।” এই পোস্টটি আবার শেয়ার করে তিনি লিখেছেন, “সাত বছর আগে যদি এই সাহসটা পেতাম। যাই হোক দেরিতে হলেও সেই সাহসটা তো পেয়েছি।” এই পোস্টগুলি থেকে অনেকেই অনুমান করছেন যে, নীলাঞ্জনা কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন।
এই সমস্ত ঘটনার মাঝেও নীলাঞ্জনা তার দুই মেয়ে সারা এবং জ়ারার সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি সম্প্রতি তার মেয়েদের সঙ্গে দীপাবলি উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
নীলাঞ্জনা সেনগুপ্তের সাম্প্রতিক পোস্ট এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা করা হচ্ছে। তাঁর স্বামী যিশু সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে নীলাঞ্জনা নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিয়েছেন।