মাত্র সাত ঘণ্টা বৃষ্টিতেই ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো পাকিস্তানের লাহোরে। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর ডনের।
এদিন লাহোরে প্রবল বর্ষণের পাশাপাশি বজ্রবৃষ্টি দেখা দেয়। বৃষ্টির জলে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘর। ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎসংযোগ। ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবেছে শহরের প্রায় অর্ধেক এলাকা।
পাকিস্তানি দৈনিক দ্য নিউজ জানিয়েছে, এদিন বৃষ্টিপাতে ছাদ ধসে লাহোরে তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর হিসাবে, গত চার সপ্তাহে দেশটিতে বৃষ্টিপাত সম্পর্কিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৮২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬০ জনই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১১ জন।
সবচেয়ে বেশি মারা গেছেন পাঞ্জাবে, ৫৭ জন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় ৫৬ ও দেশটির অন্যান্য অংশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায়।
এনডিএমএ জানিয়েছে, বৃষ্টিতে সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়ি এবং কয়েকটি সেতু আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।