ধর্ম নিঃসঙ্গ মানুষ। অবশ্য সঙ্গ দেয় এক ল্যাব্রাডর কুকুর। ধর্ম তার কিশোর বয়সে এক দুর্ঘটনায় তার পুরো পরিবারকে হারায়। ধর্ম একটি কারখানায় কাজ করে। সারা রাত মদে মত্ত থাকে। সে ইডলি খায়। যদি ঝগড়া-বিবাদে না জড়ায়, তখনই কাজে যায়। এ নিয়ে এগোয় গল্প।
এমন গল্প মন ছুঁয়েছে দর্শকের। সিনেমার নাম ‘৭৭৭ চার্লি’। নায়ক কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সিনেমাটি দর্শকমনে আলোড়ন তুলেছে। মূল ধারার কোনও সিনেমার কেন্দ্রীয় চরিত্র হলো কুকুর। কুকুর ও রক্ষিত উভয়ের অভিনয় প্রশংসা পাচ্ছে। চিত্রনাট্য, আবেগ আর পরিচালনা, সবকিছু যেন মুগ্ধতা ছড়িয়েছে।
১০ জুন মুক্তি পায় রক্ষিত শেঠির ‘৭৭৭ চার্লি’। চার দিনে এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে ২৯.১৫ কোটি।
View this post on Instagram
সিনেমাটিতে রক্ষিত শেঠি ছাড়াও অভিনয় করেছেন সংগীতা শ্রীঙ্গেরি, রাজ বি শেঠি, দানিশ সৈত, ববি সিমহা প্রমুখ।
‘৭৭৭ চার্লি’র চিত্রনাট্য লিখেছেন কিরণরাজ কে, সংলাপ লিখেছেন রাজ বি শেঠি ও অভিজিৎ মহেশ। গানের সুর করেছেন নবীন পাল। সিনেমাটোগ্রাফ অরবিন্দ কাশ্যপের। সিনেমাটি প্রযোজনা করেছেন রক্ষিত শেঠি ও জিএস গুপ্ত।
কন্নড়, তেলেগু, তামিল, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘৭৭৭ চার্লি’।