৩২ টি সিনেমার মধ্যে অধিকাংশই ফ্লপ, তবুও নিজেকে ‘হিট’ নায়িকা ভাবেন কঙ্গনা

১২৭ কোটি জনসংখ্যার ভারতে কিছুদিন আরগে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘ধাকাড়’ ছবিটি। মুক্তির পরই বক্স অফিসে খুব বাজে পারফর্ম করে। তবে নিজের এই ব্যর্থতা মেনে নিতে নারাজ এই অভিনেত্রী। নিজেক এখনও বক্স অফিসে সাফল্যের রাণীই ভাবছেন।

এদিকে পরিসংখ্যান বলছে, ৩২ সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা, যার মধ্যে ২৭ সিনেমা গড়পড়তা, সেমি-হিটস ও ফ্লপ। শুধু পাঁচটি সিনেমা হিট হয়েছে।

হিসেবটা আরও বিশ্লেষণ করলে, কঙ্গনার টানা আট সিনেমাই ফ্লপ হয়েছে। সবশেষ ‘ধাকাড়’র অবস্থা এতটাই খারাপ যে মুক্তির অষ্টম দিনে ভারতে মাত্র ২০ জন দর্শক সিনেমাটি দেখেছে। তার পরও নিজেক ‘হিট’ নায়িকা হিসেবে দাবী করেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে এমন দাবি করে কঙ্গনা লিখেছেন, “২০১৯-এ আমি মণিকর্ণিকা দিয়েছি, ১৬০ কোটি সুপারহিট ছবি। ২০২০ ছিল করোনার বছর। ২০২১-এ আমি ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ‘থালাইভি’ দিয়েছি, ওটিটিতে এসেছিল এবং বড় সাফল্য পেয়েছে।”

আরও যুক্ত করেছেন এভাবে, “অনেক নেতিবাচকতা দেখছি কিন্তু ২০২২-এর সবচেয়ে বড় সাফল্য তো ‘লক আপ’ সঞ্চালনা! আর এখনও তো শেষ হয়ে যায়নি। আমার আশা ফুরায়নি।”

কঙ্গনা রনৌত শুট ছেড়ে এখন যোগ দিয়েছেন পরিচালনায়; ‘ইমারজেন্সি’ শিরোনামে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন তিনি। এই তথ্য নিজেই জানিয়েছেন অন্তর্জালে। ২০২১ সালের জুনে এই প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন তিনি।

রজনীশ ঘাই পরিচালিত‘ধাকাড়’ এ কেন্দ্রীয় চরিত্র নারী আর তিনি হচ্ছেন কঙ্গনা রনৌত। এ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গেছে অর্জুন রামপালকে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy