“৩০০ কোটির ব্যবসা করলেও…?”-‘স্কাই ফোর্স’ নিয়ে সমালোচনার জবাব দিলেন পরিচালক

সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’। যে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে উঠেছিল নানা অভিযোগ। একজন নামজাদা বাণিজ্যিক বিশেষজ্ঞের দাবি অনুসারে, ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য প্রদান করা হয়েছিল।

তার দাবি অনুসারে, ভারতে আশি কোটি টাকার উপর আয় করেছে এবং প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকা উপার্জন করেছে। আয় বেশি দেখাতে প্রযোজনা সংস্থা নিজেরাই বেশি করে টিকিট কেটে রেখেছিল বলে অভিযোগ উঠেছে।

এবার মিথ্যা তথ্য নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি। ‘স্কাই ফোর্স’-এর বক্স অফিস কালেকশন বিতর্কে একটি সাক্ষাৎকারে সন্দীপ বলেন, ‘কোনও রকম মিথ্যে তথ্য প্রকাশ করা হয়নি। এটা একেবারেই দর্শকের ভালোবাসার ফল। এখনও পর্যন্ত সিনেমার ফিডব্যাক বেশ ভালো। সকলেই প্রশংসা করছেন।’

গতেবাঁধা বক্স অফিস কালেকশন প্রসঙ্গে তিনি বলেন, ‘মুন্নাভাই এমবিবিএস যদি কারও প্রিয় সিনেমা হয়, তিনি নিশ্চয়ই বক্স অফিস কালেকশনের কথা ভাববেন না।’ তাই পরিচালক মনে করেন, এই বক্স অফিস কালেকশনের বিষয়টা আজীবন থাকবে না। তাই এই আলোচনা করাটাকেও তিনি অর্থহীন বলেই মনে করেন।

একইসঙ্গে, সিনেমার ব্যবসার সঙ্গে কোনও সিনেমা ভালো না খারাপ, তার তুলনা হয় না বলেই মনে করেন পরিচালক। কোনও সিনেমা ৩০০ কোটি টাকা ব্যবসা করলেও, ভালো মানের সিনেমা নাই হতে পারে। তবে ‘স্কাই ফোর্স’ নিয়ে তিনি আশাবাদী। এই ধরনের সিনেমা দর্শকের ভালোলাগার অনেক কারণ আছে বলেই তার মত।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy