News

১৯ বছর পর,ফের পর্দায় ফিরছে ‘ইশক ভিশক’ ম্যাজিক, অভিনয়ে থাকছে একঝাঁক নতুন মুখ

২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন এক নবীন অভিনেতা। পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন বলিপাড়ার অন্যতম সেরা তারকা। তিনি হলেন শাহিদ কাপুর।

তার সঙ্গে অভিনয় করেই বলিউডে পা রাখেন অমৃতা অরোরা, বিশাল মালহোত্রা ও শেহনাজ ট্রেজারি। নতুন প্রজন্মের একঝাঁক নতুন মুখকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল ‘ইশক ভিশক’।

তারপর কেটে গেছে প্রায় ১৯টা বছর, ফের পর্দায় ফিরছে ‘ইশক ভিশক’ ম্যাজিক।

নতুন ছবি ‘ইশক ভিশক রিবাউন্ড’-এর ঘোষণা দিয়েছেন প্রযোজক রমেশ তৌরানি। কলেজ লাইফ লাভ স্টোরি নিয়ে তৈরি রোম্যান্টিক এই ছবিতে নজর কাড়তে চলেছে একঝাঁক নতুন মুখ। মুখ্যভূমিকায় দেখা যাবে রোহিত শ্রফকে। ইতোমধ্যেই রোহিত বলিপাড়ায় পরিচিত মুখ, একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

‘ইশক ভিশক রিবাউন্ড’-এ অভিনয় করেই বলিউডে খাতা খুলছেন হৃতিক রোশনের ভাগ্নি পশমিনা রোশন।

Exit mobile version