১৪ বছরের কিশোরীর সাথে ১৭ বছরের কিশোরের প্রেম, একসাথে করল বিষপান

প্রেমের সম্পর্ক ছিল দুই কিশোর-কিশোরীর। কিশোরের বয়স ১৭ বছর আর কিশোরীর ১৪ বছর। দুজনে হঠাৎ একসঙ্গে বিষপান করেন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে ভারতের নদিয়ায়। নদিয়ার ভাতজংলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্লভপাড়ার বাসিন্দা তারা। বিষপানের পর প্রেমিকযুগককে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। পুলিশ বলছে, কেন বিষ খেয়ে জীবন শেষ করল তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy