১০০০ কোটি মাইলফলক ছুঁই ছুঁই ‘KGF 2 ‘, আশাতীত আয় বেড়েছে ‘জার্সি’র

থেমে নেই জয়রথ, বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছেন সিনেপ্রেমীরা। মুক্তির ১০ দিনে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রকি ভাই। অন্যদিকে, ব্লকবাস্টার ‘কবির সিং’ সিনেমার পর শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমার দ্বিতীয় দিনে আয় বেড়েছে আশাতীত।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, মুক্তির আট দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে প্রায় ৭৫০ কোটি টাকা (ক্রস) সংগ্রহ করেছে। ১৪ এপ্রিল সিনেমাটির সংগ্রহ ৩০ কোটি টাকা , যা এ পর্যন্ত বক্স অফিস প্রাপ্তির জন্য সবচেয়ে দুর্বল দিন। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, এ সপ্তাহান্তে সিনেমাটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। এরই মধ্যে সিনেমাটি হিন্দি সংস্করণ ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

অন্যদিকে, ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে বলিউড তারকা শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমা। সিনেমাটি প্রশংসা পেলেও মুক্তির প্রথম দিনের সংগ্রহ হতাশ করেছে।

বিনোদনভিত্তিক পোর্টাল কইমই ডটকম এক প্রতিবেদনে দাবি করেছে, ইন্ডিয়ান বক্স অফিসে সিনেমাটির প্রথম দিনের সংগ্রহ ছিল তিন কোটি ৭৫ লাখ টাকা (গ্রস)। তবে, আশাতীতভাবে সিনেমাটির দ্বিতীয় দিনের সংগ্রহ অবাক করার মতো; সংগ্রহ পাঁচ কোটি ৭৫ লাখ টাকা । দুদিনে সিনেমাটির সংগ্রহ প্রায় ১০ কোটির টাকা । ধারণা করা হচ্ছে, সপ্তাহে শেষে এ সংগ্রহ ২০ কোটি টাকা ছাড়াবে।

গৌতম তিন্নানুরি পরিচালিত ‘জার্সি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গৌতমের তেলেগু সিনেমার হিন্দি রিমেক এটি।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সে ইঙ্গিত মিলেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy