OMG! হোটেলে হীরার আংটি, আইফোন, টাকা সব হারিয়ে ফেললেন নেহার স্বামী

বলিউডের সুপারস্টার গায়িকা নেহা কক্কর ও তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের ভক্তদের জন্য দুঃসংবাদ। হোটেল থেকে ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে নেহার স্বামীর।

হিমাচল প্রদেশের মান্ডির এক হোটেল রুম থেকে হীরার আংটি, আইফোন ও নগদ অর্থ চুরি গেছে রোহনের। যদিও এ সংগীতশিল্পী এ নিয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

খবরে প্রকাশ, রোহন যেখানে ছিলেন, ওই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মান্ডির এক হোটেল থেকে নগদ অর্থ, আইফোন, স্মার্টওয়াচসহ পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে, যিনি নেহা কক্করের স্বামী। এএনআইকে এ খবর জানিয়েছে মান্ডির পুলিশ কর্মকর্তা শালিনী অগ্নিহোত্রী।

২০২০ সালের ডিসেম্বরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন নেহা-রোহন। ‘নেহা দ্য বিয়া’ মিউজিক ভিডিয়োর কাজের সময় আলাপ হয় এ যুগলের। প্রেমের মাসখানেক যেতে না যেতেই বিয়ের পিঁড়িতে বসেন নেহা-রোহন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy