
বলিউডের সুপারহিট সিনেমা ‘হেরা ফেরি’। প্রিয়দর্শন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এই সিনেমার সাফল্যের পর পরবর্তীকালে এসেছে এর সিক্যুয়েল। বড় পর্দায় ‘হেরা ফেরি ৩’-র জন্য অপেক্ষার প্রহর গুনছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের অনুরাগীরাা। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ফিরছে হেরাফেরি। তবে হেরাফেরি ৩ ছবিতে কারা অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরে। কখনও শোনা যাচ্ছিল, একেবারে নতুন অভিনেতারাই থাকবেন হেরাফেরিতে।
সব গুঞ্জন উড়িয়ে সম্প্রতি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসছে ‘হেরাফেরি থ্রি’। আর এই ছবিতে থাকবেন জনপ্রিয় ত্রয়ী অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি। এর আগে গুঞ্জনে ছিল নতুন হেরা ফেরিতে নাকি দেখা যাবে জন আব্রাহম ও অভিষেক বচ্চনকে। সেই জল্পনায় জল ঢেলে দিলেন প্রযোজক নিজেই।
সাজিদের কথায়, ‘পুরনো গল্পের স্বাদকে রেখেই নতুন গল্প তৈরি হবে। সেই কমেডি তো থাকছেই। তবে সময়টা যেহেতু বদলেছে, তাই ছবিটাকে এখনকার দর্শকদের মতো করে তৈরি করা হবে। আর প্রথম দুই ছবির তারকারাই থাকছেন তাতে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।’
তিনি আরও বলেন, ‘প্রথম দুটো ছবি বিপুল জনপ্রিয়তা পায় বলে এই ছবিকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। ছবির গল্প, স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে এবং চরিত্র সম্পর্কে আমরা আরও বেশি সতর্ক হচ্ছি। আরও বেশ কয়েকজনকে দেখা যেতে পারে এই ছবিতে। আশা করছি শীঘ্রই এই ছবির ঘোষণা করব।’