হৃতিককে না জানিয়েই বিজ্ঞাপনে তার ভিডিও ব্যবহার! নজরে পড়তেই ক্ষুদ্ধ অভিনেতা

বিজ্ঞাপনে তারকার মুখ পেতে কী কাণ্ডটাই করে বসল জনপ্রিয় ফুড কোম্পানি বার্গার কিং। বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশনকে না জানিয়ে, বিজ্ঞাপনে তার ভিডিও ব্যবহার করেছে কোম্পানিটি!

সম্প্রতি ‘বার্গার কিং’ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গেছে, মেকআপ ভ্যান থেকে বেরিয়ে আসছেন হৃতিক রোশন। তারপর পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়াতেই হৃতিকের পেছনে দুই ব্যক্তি বার্গার কিংয়ের বোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়লেন। হৃতিক কিছু বোঝার আগেই ছবি ও ভিডিও রেকর্ড করা হয়ে গেল। সেটা ছড়িয়ে পড়ল ইন্টারনেটে।

এই ঘটনা নজরে পড়তেই ক্ষেপে গেলেন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এটা করা উচিত হয়নি।’

মূলত মানুষের নজরে পড়তে বার্গার কিং আর হৃতিক নতুন এক ফন্দি এঁটেছেন। বিষয়টি প্রমাণ করলেন খোদ হৃতিকই। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বার্গার কিংয়ের নতুন বিজ্ঞাপনের ভিডিও।

বর্তমানে বলিউড জুড়ে চলছে হৃতিক রোশনের প্রেমের গুঞ্জন। জানা গেছে, গায়িকা সাবা আজাদকেই মন দিয়েছেন তিনি।

অন্যদিকে, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হৃতিক রোশন ও কারিনা কাপুর নতুন এক ছবিতে জুটি বাঁধতে চলেছেন। প্রযোজক সংস্থা জংলি পিকচার্সের নতুন ছবিতেই নাকি দেখা যাবে তাদের। তবে ছবিটি কে পরিচালনা করবেন, তা এই মুহূর্তে ফাঁস করতে চায়নি প্রযোজক সংস্থা।

বর্তমানে হৃতিক রোশন ব্যস্ত রয়েছেন ‘বিক্রম বেদা’র শুটিংয়ে। এই ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে সাইফ আলি খানকে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy