বিশ্বের অন্যতম বড় বাজার ভারতে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। গত এক বছরে সোনার চাহিদাও বেড়েছে। এর প্রভাবে মহামূল্যবান ধাতুটির মূল্যও বেড়েছে।
সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) এক তোলা (১০ গ্রাম) সোনার দাম ৫৯ হাজার ৪৬১ টাকা পর্যন্ত পৌঁছায়। দিনের শেষদিকে লেনদেন হয় ৫৯ হাজার ৪২০ টাকাতে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সোনার দাম ২ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পায়। ৩ শতাংশ বেড়ে প্রতি কেজি রুপার দাম দাঁড়ায় ৬৮ হাজার ৬৪৯ টাকা।
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ব্যাংকগুলোতে অস্থিরতা চলায় সোনার দাম বাড়ছেই। পূর্বের সব রেকর্ড ভেঙে ভারতে প্রতি ভরি সোনা ৬০ হাজার টাকা পার হয়ে যেতে পারে।
এ বছরের শুরু থেকে ভারতে শুক্রবার পর্যন্ত সোনার দাম বেড়েছে ৪ হাজার ৩৬৬ টাকা। যা মোট দামের প্রায় ৮ শতাংশ। এর মধ্যে শুধু মার্চেই বেড়েছে ৩ হাজার ৬২৮ টাকা বা ৬ দশমিক ৫১ শতাংশ।
নিউইয়র্কের সোনা ব্যবসায়ী তাই ওয়াং রয়টার্সকে জানিয়েছেন, ব্যাংকের অস্থিরতার কারণে সোনার দাম বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানো স্থগিত করে তাহলে সোনার বাজারে স্থিতিশীলতা আসবে।