‘হিরো’ তো নয় দেখতে যেন ‘ভিলেন’, ট্রেলারে যেমন দেখা গেল বিজয়ের ‘লাইগার’

দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। আসছে তার আসন্ন প্যান ইন্ডিয়া সিনেমা ‘লাইগার’। আজ ২১ জুলাই বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। তার কিছু দিন আগে প্রকাশ পেয়েছিল পোস্টার। যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

এবার ট্রেলারটিও নজর কাড়লো সবার। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন বিজয়। দুই মিনিটের ট্রেলারে ঝড় তুলেছেন তিনি ভক্তদের মনে।

অভিনেতাকে এ ছবিতে একজন বক্সার হিসাবে দেখা যাবে। অ্যাকশন ও রোমান্স ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাধ। এতে আরও আছেন রাম্যা কৃষ্ণান এবং অনন্যা পান্ডে।

‘লাইগার’র প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকরা এই ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।

বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২৫ আগস্ট মুক্তি পাবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy