বেসুরো গলায় রবীন্দ্র সংগীত যাওয়া নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। বলেছেন, তিনি শখ করেই গান করেন। কাউকে অসম্মান করার উদ্দেশ্য তার নেই। তার কণ্ঠটাই এমন। ভবিষ্যতে সুন্দরভাবে গান করার চেষ্টা করবেন তিনি।
এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, গান গাওয়ার অধিকার সবারই আছে। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে কেউ ভুল বুঝবেন না। অনেকেই অনেকভাবে গান করেন। তাদের তো আপনারা কিছু বলেন না। হিরো আলম কিছু করলেই দোষ? আমি একাই অপসংস্কৃতি চর্চা করছি? আর কেউ করছেন না? অনেকেই তো দেশের সম্মান নষ্ট করছেন। কই, তাদের তো কিছু বলেন না।
সমালোচকদের নিয়ে তিনি বলেন, এক শ্রেণীর লোক আছেন, তারা আমার মতো হতে পারেন না বলেই সমালোচনা করেন। আমাকে কেউ মিডিয়ায় আনেননি। নিজে কষ্ট, সংগ্রাম করে আজ এখানে পৌঁছেছি। কারো কথায় কেন মাঠ ছেড়ে যাব? ভবিষ্যতে আরও ভালোভাবে গাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, আমার আয়ের একটা অংশ অসহায় মানুষদের সাহায্যে ব্যয় করি।
তিনি বলেন, আমি পেশাদার কোনো কণ্ঠশিল্পী না। আমার ভক্তদের বিনোদন দেওয়ার জন্যই বিভিন্ন গান করি। কাউকে কখনোই ছোট করার ইচ্ছা আমার থাকে না। আরে ভাই, আমার গলাটাই এমন। আপনারা সবাই তা জানেন।
নুসরাত জাহান জিমুর ডিভোর্সের ব্যাপারে হিরো আলম বলেন, সংসার করতে গিয়ে ঝগড়া, রাগ, অভিমান হয়ই। আমাদের মাঝেও ভুল বোঝাবুঝি হয়েছিল। সব ঠিক হয়ে গেছে। আমরা একসাথেই আছি।
তিনি আরও বলেন, কিছু আর্টিস্ট আছেন যাদের কোনো কাজ নেই। তারা সারাদিন এফডিসিতে পড়ে থাকেন। এককাপ চা এবং একটা সিগারেট দিলেই তারা বিভিন্ন জনের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেন। এটা ঠিক না।
নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, আমার কয়েকটা ছবি মুক্তির অপেক্ষায়। সময়-সুযোগ বুঝে এগুলো মুক্তি দেব। আরও দুটি সিনেমার কাজ শুরুর পরিকল্পনা করছি।