হাসারঙ্গার দাপটে চাহালের হাতছাড়া বেগুনি টুপি, অন্যদিকে লজ্জার রেকর্ড গড়লেন হ্যাজলউড

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৪ রানে হারিয়ে ফাফ দু প্লেসি-বিরাট কোহলিদের প্লে অফের রাস্তা কঠিন করে দিয়েছে পাঞ্জাব কিংস। গতকাল এই ম্যাচে অবশ্য আরসিবির স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা চলতি আইপিএলে বেগুনি টুপির দখল নিয়েছেন। কিন্তু এই ম্যাচেই লজ্জার নজির গড়েছেন জশ হ্যাজলউড। তিনি চার ওভারে দেন ৬৪ রান, কোনও উইকেট পাননি। ইকনমি রেট ১৬। ডট বল ৫টি। হ্যাজলউডের এই বোলিং ফিগার চলতি আইপিএলে রেকর্ড। এটিই কোনও বোলারের সবচেয়ে বেশি রান খরচ করা বোলিং ফিগার।

চলতি আইপিএলে হ্যাজলউড
স্বাভাবিকভাবেই হ্যাজলউড এই দিনটা ভুলে যেতে চাইবেন। এবারের আইপিএলে গতকালের ম্যাচ-সহ ৯টি ম্যাচে এখনও অবধি সিএসকের প্রাক্তনী তথা অস্ট্রেলিয়ার তারকা পেসার ১৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৫ রানে ৪ উইকেট লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ইকনমি ৭.৮৮, গড় ২০.৯২, স্ট্রাইক রেট ১৫.০৯।

হ্যাজলউড এদিন লজ্জার রেকর্ড গড়লেন মার্কো জানসেনের নজিরকে পিছনে ফেলে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চলতি আইপিএলেই জানসেন ৪ ওভারে ৬৩ রান দিয়েছিলেন, কোনও উইকেট পাননি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে আরসিবিরই মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছিলেন, কিন্তু চার ওভারে দেন ৫৯ রান।

বেগুনি টুপির দৌড়
ওয়ানিন্দু হাসারঙ্গা ও যুজবেন্দ্র চাহাল এবারের আইপিএলে এখনও অবধি ২৩টি করে উইকেট নিয়েছেন। তবে চাহাল খেলেছেন ১২টি ম্যাচ, হাসারঙ্গা ১৩টি। হাসারঙ্গার ইকনমি ৭.৪৮, চাহালের ৭.৫৪। সেই কারণে হাসারঙ্গা গতকাল ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট তুলে বেগুনি টুপির নিজের দখলে নিয়েছেন। যদিও হাসারঙ্গাকে টপকে যাওয়ার সুযোগ আগামীকাল চাহাল পাবেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy