সামনেই মুক্তি পাচ্ছে ভারতের অন্যতম প্রথিতযশা পরিচালক মনি রত্নমের ছবি ‘পোন্নিয়ান সেলভান’। এই ছবিটি মনিরত্নমের ড্রিম প্রজেক্টও বটে। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পোন্নিয়িন সেলভান’ থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক।
এত অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। তবে আচমকায় এল দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি হয়েছেন মনি রত্নম। করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। বিনোদন জগতেও করোনার ভয়াল থাবা পড়েছে নতুন করে। কোভিডে আক্রান্ত হয়েছে জনপ্রিয় পরিচালক মনি রত্নম। চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা নিশ্চিত করে জানাতে পারেনি দেশটির কোনো গণমাধ্যম। হাসপাতালের পক্ষেও কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।
শোনা যাচ্ছে, পরিচালকের মা বাবার ৯০ বছরের উপর বয়স। সে কথা ভেবেই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন মনি রত্নম।
আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে মনি রত্নমের পরবর্তী ছবি ‘পোন্নিয়ান সেলভান’। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। রানি নন্দনী ও তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করবেন অ্যাশ।
এর আগে ২০০৭ সালে মনি রত্নমের ‘গুরু’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। সে ছবি সুপারহিট ছিল। এরপর ২০১০ সালে ‘রাবণ’ অভিনয় করেন ঐশ্বরিয়া। সেই ছবিও বক্স অফিসে মোটামুটি ভালোই লক্ষ্মীলাভ করেছিল। ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রায় চার বছর পর সেই দক্ষিণী পরিচালক মনি রত্নমের হাত ধরেই বিগ স্ক্রিনে কামব্যাক করছেন অ্যাশ।