হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন জনপ্রিয় গায়ক কেকে, কিন্তু কেকের পোস্টমর্টেম রিপোর্টে যা পাওয়া গেল

হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। শুরু থেকে এমনটাই ধারণা চিকিৎসকদের। যদিও পরে কেকের ঠোঁট ও কপালে আঘাতের চিহ্ন খুঁজে পান চিকিৎসকরা। এর পরই কলকাতার নিউ মার্কেট থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। পাশাপাশি বুধবার করা হয় গায়কের মরদেহের ময়নাতদন্ত।

কী পাওয়া গেছে সেই রিপোর্টে? একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কেকের ফুসফুসে ইডিমা পাওয়া গেছে। শরীরের টিস্যুতে অতিরিক্ত ফ্লুইড জমা হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হয়, তাকে ইডিমা বলে। অর্থাৎ, ফুলে যাওয়া টিস্যুর ওপরে ত্বক উষ্ণ, নরম এবং টানটান হয়ে যায়। সাধারণত হাত এবং পায়ে ইডিমা হয়ে থাকে। তবে কেকের পাওয়া গেছে ফুসফুসে।

পাশাপাশি গায়কের মস্তিস্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে হেমারেজ রয়েছে। এছাড়া প্রাথমিকভাবে কেকের মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে, ‘মায়োকার্ডিয়াল ইনফার্কশন’। হার্ট অ্যাটাক বা হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু বা হৃদাঘাত হলো হৃৎপিণ্ডের ধমনীর রক্তপ্রবাহে বিভিন্ন কারণে অবরোধ হয়ে হৃৎপিণ্ডের দেয়ালের কোনো অংশের টিস্যুর মৃত্যু। একে ইংরেজিতে চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় ‘মায়োকার্ডিয়াল ইনফার্কসন’ বলে।

এর বাইরে কেকের মরদেহের আরও কিছু পরীক্ষা হয়। তবে সন্দেহজনক কিছু পাননি চিকিৎসকরা। গায়কের কপালে ও থুথনিতে যে ক্ষত রয়েছে, সেটি হোটেল রুমে পড়ে যাওয়ার কারণেই হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশকে একই কথা জানিয়েছেন কেকের ম্যানেরাজও। তিনি বলেন, হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে। তাতেই তার কপালে ও থুথনিতে আঘাত লাগে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কলকাতায় মারা যান বহু শ্রোতাপ্রিয় গানের শিল্পী কেকে। এদিন সন্ধ্যা থেকে তিনি নজরুল মঞ্চে কনসার্ট করছিলেন। সেখানে নিজের ২০টি জনপ্রিয় গান গেয়ে শোনান। তার মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত শো শেষ করে ফিরে যান হোটেলে। সেখানেই হার্ট অ্যাটাক হয় গায়কের। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়সহ ছয়টি ভাষায় গান গেয়েছেন কেকে। তার মৃত্যুতে শোকাহত গোটা ভারত। শোক জানানো হয়েছে বলিউড, টলিউড, সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিশেষ ভাবে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। আজ মুম্বাইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে কেকের শেষকৃত্য হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy