হাওড়া-ব্যান্ডেল শাখায় ২ সপ্তাহের জন্য প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানালো পূর্ব রেলওয়ে

আগামী ২ সপ্তাহে হাওড়া ব্যান্ডেল শাখায় প্রতিদিন চার ঘণ্টা করে বন্ধ থাকবে ট্রেন চলাচল। এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলওয়ে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লাইন মেরামতের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কারণে খুবই অসুবিধা হবে অনেক যাত্রীদেরই। এই বিষয়ে ব্যান্ডেল টিকিট বুকিং এর একজন সদস্য বলেন, তৃতীয় লাইন তৈরি হবে ব্যান্ডেল থেকে বর্ধমান, কাটোয়া এবং নৈহাটি সেই কারণেই কিছু সময় বন্ধ থাকবে।

রেল খবর জানাগেছে যে, ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে মেন লাইনে ট্রেন চলাচল। মূলত ইন্টারলকিংয়ের কাজের জন্যই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ব রেল। হাওড়া-ব্যান্ডেল শাখার ১৮ টি আপ ও ডাউন ট্রেন ছাড়াও হাওড়া বালি, হাওড়া মেমারির মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল করা হবে ২ সপ্তাহের জন্য।

এছাড়াও শিয়ালদহ বর্ধমানের মধ্যেই একটি করা আপ ও ডাউন ট্রেন বাতিল করা হবে জানানো হয়েছে। এর ফলে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্য যাত্রীরা। একই সঙ্গে বাতিল করা হয়েছে বেশ কয়েক জোড়া দূরপাল্লার ট্রেনও। এমনটাই রেল খবর সূত্রে জানাগেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy