হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব, রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানকে

৭৫তম কান চলচ্চিত্র উৎসব ভারতীয় দর্শকদের জন্য বেশ উপভোগ্য হতে চলেছে। দীপিকা, ঐশ্বর্য এই সুন্দরীদের পাশাপাশি এবারের উৎসবের রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার,এ আর রহমান এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ফ্রান্সের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। এবার কান চলচ্চিত্র উৎসবে কান্ট্রি অফ অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ভারতকে এই সম্মান দেওয়া হয়েছে।

বিশ্বের মর্যাদাপূর্ণ ইভেন্টগুলির মধ্যে একটি কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার সুযোগ বড় সম্মানের বিষয়৷ এই বছর ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পূজা হেগড়ে হাঁটার খবর শোনা যাচ্ছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছর অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান, আর মাধবন কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটবেন।

অন্যান্য নাম যারা রেড কার্পেটে শোভা পেতে চলেছেন,তাদের মধ্যে রয়েছে, তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে, নয়নথারা, সিবিএফসি প্রধান প্রসূন জোশি, পরিচালক শেখর কাপুর এবং লোক শিল্পী মামে খান। কান চলচ্চিত্র উৎসবেই প্রিমিয়ার হবে আর মাধবন অভিনীত রকেট্রি,দ্য নাম্বি এফেক্ট ছবির। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি। ছবির সৌজন্যেই কানে দেখা যাবে মাধবনকে। আগামী ২৬ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy