বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও নভিন কুমার জিন্দালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।
নবী মোহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্য ভারতজুড়ে তোলপাড় এবং নয়া দিল্লিকে কূটনৈতিক সংকটে ফেলার পর এ মামলা হল।
দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন্স ইউনিট অব স্পেশাল সেল মামলাটি করেছে বলে পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রার বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ঘৃণার বার্তা ছড়িয়ে দেওয়া, বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়া এবং শান্তি বজায় রাখা কষ্টকর এমন পরিস্থিতি সৃষ্টি করার একাধিক অভিযোগে মামলাটি হয়েছে, বলেছে পুলিশ।
“বিভিন্ন ধর্মের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি হয়েছে; সাইবার স্পেসে অস্থিরতা সৃষ্টি এবং বাস্তবের দুনিয়াকে প্রভাবিত করে দেশের সামাজিক বুনন নষ্ট করতে মিথ্যা ও ভুল তথ্য প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সত্তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে,” বলেছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নূপুর ও নভিন ছাড়াও এ মামলায় যাদের নাম আছে তাদের মধ্যে শাদাব চৌহান, সাবা নাকভি, মওলানা মুফতি নাদিম, আবদুর রেহমান, গুলজার আনসারি, অনিল কুমার মীনা, পুজা শাকুনও আছে বলে জানিয়েছে পুলিশ।
এক টেলিভিশন বিতর্কে নবীকে নিয়ে নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পর ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত উত্তেজনা, অস্থিরতা দেখা গেছে। সেসময় তিনি বিজেপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন।
বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দালও বিতর্কিত এই ইস্যুকে কেন্দ্র করে টুইটারে উসকানিমূলক পোস্ট দেন।
এসব মন্তব্য কূটনৈতিক অঙ্গনেও সমালোচিত হয়। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, আফগানিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনা করার দাবি জানালে এবং দেশটির কূটনীতিকদের তলব করলে ভারতের মুসলমানদের ক্ষোভ নতুন মাত্রা পায়।
এক পর্যায়ে এ দুই নেতা তাদের মন্তব্যের জন্য ক্ষমা চান। নূপুরের সদস্যপদ স্থগিত এবং জিন্দালকে দল থেকেও বহিষ্কার করে বিজেপি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, নবীকে নিয়ে অবমাননাকর ওই টুইট ও মন্তব্যগুলো কোনেভাবেই ভারত সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়।
তারপরও পরিস্থিতি দ্রুত ঠাণ্ডা হয়ে যাবে, এমনটা মনে হচ্ছে না। এই বিতর্ক মোদীর জন্যও কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যিনি জ্বালানিসমৃদ্ধ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করেছিলেন।
এর মধ্যেই হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির একাধিক নেতাকে ধর্ম নিয়ে প্রকাশ্যে কিছু বলার ক্ষেত্রে ‘ব্যাপক সতর্ক’ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যেই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নবী মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করা বিজেপির যুব সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশের একটি কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার নূপুর, জিন্দালসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলারও খবর এল।