স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়, জানালেন নিজেই

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। ধারাবাহিক নাটকের শুটিং শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৩ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেই অসুস্থতার কথা জানান দোলন। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় তোলা ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর ক্যাপশনে তিনি জানান, শুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে যায় নার্সিংহোমে ভর্তি হতে হয় তাকে।

নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছিলেন দোলন। অভিনয়ের মাধ্যমেই দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন। সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’র টিমের সঙ্গে যুক্ত হন তিনি। এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোলন।

দোলন রায়ের পোস্ট দেখার পর থেকেই উদ্বিগ্ন তার ভক্তরা। অনেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আপাতত দোলন রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy