স্কুটি নিয়ে জলমগ্ন রাস্তায় তলিয়ে গেলেন সস্ত্রীক পুলিশ কর্মকর্তা, ভাইরাল ভিডিও

প্রবল বর্ষণে তালিয়ে গিয়েছে রাস্তা। সেই জলমগ্ন রাস্তায় স্কুটি পার্ক করতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। তিনি, স্কুটির পেছনে বসে থাকা তার স্ত্রী, এমনকি স্কুটি– সব তলিয়ে গেল সেই জলমগ্ন রাস্তায়!

ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে এই ঘটনা ।

জানা গেছে, উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা দয়ানন্দ সিংহ অত্রি তার স্ত্রী অঞ্জুকে নিয়ে বেরিয়েছিলেন টুকটাক কেনাকাটা করতে। এ সময় ফুটপাতের পাশে স্কুটি পার্ক করতে গিয়েই ঘটে বিপত্তি। স্কুটি সমেত তারা দুজন তলিয়ে যান পানিতে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সস্ত্রীক দয়ানন্দ স্কুটিতে জলমগ্ন রাস্তা দিয়ে এসে একটি ফুটপাথের সামনে দাঁড়াচ্ছেন। কিন্তু দাঁড়াতে গিয়েই বিপত্তি। হঠাৎ একটি গর্তে স্ত্রীকে নিয়ে স্কুটিসুদ্ধ ডুবে যান দয়ানন্দ। আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

অ্যাম্বুল্যান্সে বসে একটি সংবাদমাধ্যমকে দয়ানন্দ জানান, রাস্তার বেহাল অবস্থার কথা পৌরসভাকে বার বার জানানো হয়েছে। তিনি বলেন, পৌরসভা হয়ত এমনই কিছু ঘটার অপেক্ষায় ছিল!

ভিডিও মনে করা হচ্ছে, ওই রাস্তার জল বের করতে সম্ভবত ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। তাই এই দুর্ঘটনা ঘটে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy