সৌভাগ্য থাকলেই পাওয়া যায় এমন বউ, অভিষেকের গোপন তথ্য হলো ফাঁস!

অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে অদ্ভুত লাগে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই ফোন করে খাবার অর্ডার করতে পারেন না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই এ গোপন তথ্য ফাঁস করেছেন।

তিনি বলেন, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়! ঐশ্বরিয়া ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেন।

তিনি আরো বলেন, আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকেলে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়। ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy