বিয়ে করে এক হতে যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা সেন ও আইপিএল এর প্রথম তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। বৃহস্পতিবার টুইট করে অভিনেত্রীর সঙ্গে নিজের বিয়ের ঘোষণা করেছেন ললিত মোদী। ইতিমধ্যেই তাদের দুজনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জল্পনায় অনুরাগীরা।
এদিকে বিয়ের কথা ঘোষনা করেছেন ললিত মোদী, আর অন্যদিকে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করলেন অভিনেত্রীর বাবা সুবীর সেন। অভিনেত্রী সুস্মিতার বাড়ি রয়েছে কলকাতায়। তার বাড়িতে যোগাযোগ করা হলে তার বাবা জানায় তিনি নাকি এ ব্যাপারে কিছুই জানেন না, মেয়ে তাকে কিছুই জানায় নি।
মেয়ে বর্তমানে লন্ডনে আছেন, তা জানেন বাবা সুবীর সেন। কিন্তু মেয়ে কার সাথে সময় কাটাচ্ছেন এ বিষয়ে কিছু জানেন না অভিনেত্রী সুস্মিতার বাবা।
প্রসঙ্গত,বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে নিজের একাধিক মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ললিত মোদী। পোস্টে অভিনেত্রীকে বেটার হাফ লিখে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কে দেন মোদী। যদিও ললিত মোদী পরে টুইটারে জানান যে তারা বর্তমানে ডেট করছেন। এবং পরে বিয়ে করবেন তারা।
কিন্তু কবে বিয়ে করবেন এই বিষয়ে কোনো কিছুই জানাননি। তাদের বিয়ের অপেক্ষায় থাকবেন শুভাকাঙ্খীরা। তাদের কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ললিত মোদির কথা যদি সত্যি হয় তবে ফের আর একবার মিলন ঘটবে ক্রিকেট ও বলিউড জগতের। অভিনেত্রী সুস্মিতার ফ্যানেরা রয়েছে খুশির খবরের অপেক্ষায়।